রাজ্যে অ্যাডভোকেট জেনারেল পদে নতুন নিয়োগ পুরোনো কিশোরেই ভরসা নবান্নে’র। কিশোর দত্ত আগেও রাজ্যের এজি ছিলেন। দু’বছর আগে তাঁকে ওই পদ ছেড়ে দিতে হয়। তবে তৃণমূলের হয়ে অনেক মামলায় লড়াই করেছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী হিসাবে ছিলেন কিশোর। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদে নতুন নিয়োগ করল নবান্ন।কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী কিশোর দত্তকে এজি পদে নিয়োগ করা হয়েছে শনিবার। রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এখন থেকে নতুন এজি হিসাবে দায়িত্বভার নেবেন কিশোর। দ্রুত তিনি কাজ শুরু করতে পারবেন। কিশোর এর আগেও এজি পদে ছিলেন। আবার তাঁর উপরে রাজ্যের আইনজীবীর সর্বোচ্চ পদে ভরসা রাখল তৃণমূল কংগ্রেস সরকার। গত ১০ নভেম্বর প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি পদ থেকে হঠাৎই ইস্তফা দেন। সেই থেকে ওই পদটি ফাঁকা পড়ে ছিল। শনিবার তাঁর জায়গায় নতুন এজির নাম ঘোষণা করল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় গত ১২ বছরে এই নিয়ে ছ’বার এজি পরিবর্তন হল। কিশোর দত্ত আগেও রাজ্যের এজি ছিলেন। দু’বছর আগে তাঁকে ওই পদ ছেড়ে দিতে হয়। তবে এত দিন তৃণমূল কংগ্রেস হয়ে তাঁকে অনেক মামলায় লড়াই করতে দেখা গিয়েছে।