কলকাতা

সেমেস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চ মাধ‍্যমিকের পরীক্ষা!

উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বদলে যাচ্ছে পরীক্ষার নিয়ম। সেমেস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। পাস ফেলের নিয়মেও আসবে বদল। উচ্চ মাধ‍্যমিক এবার নেওয়া হবে দুটি সেমিস্টারে। ফেলের ভয়ও আর থাকছে না ছাত্রছাত্রীদের। পরীক্ষায় একবার অনুত্তীর্ণ হলেও থাকছে দ্বিতীয় সুযোগ। অর্থাত্‍ প্রথম সেমেস্টারে ফেল করলেও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। দুটি সেমেস্টার মিলিয়ে দেখা হবে পড়ুয়ারা উত্তীর্ণ নম্বর পাচ্ছেন পাচ্ছেন কিনা। আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ফেল নিয়েও এমনই সিদ্ধান্ত নিতে চলেছে। জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ‍্যমিক প্রতিটি ছাত্রছাত্রীদের জন‍্য ভীষণ গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নেওয়া হত মাধ‍্যমিকের মতোই। একবারেই পরীক্ষা হত। এবার এতবছরের সেই নিয়ম আমূল বদলাতে চলেছে।