মামলাকারীর আবেদন ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। মামলাকারী ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তবে গেরুয়া শিবিরের নেতার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট । তরুণজ্যোতির অভিযোগ, গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে সোমবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থা মামলা গ্রহণ না করে বলেন, মামলাকারী কোনও ভাবে ক্ষতিগ্রস্ত বা বঞ্চিত হননি। তাই মামলা গ্রহণ করা হচ্ছে না। বিচারপতি আরও বলেন, মামলাকারী চাইলে এই অভিযোগ নিয়ে আবেদন করতে পারেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। করতে পারেন জনস্বার্থ মামলা। তরুণজ্যতির দাবি, তৃণমূল সাংসদ নিজের লেটারহেড প্যাডে বেশ কয়েকজনকে সুপারিশ করেছিলেন গ্রুপ সি পদের জন্য। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগের সাংসদ। বিজেপি নেতা’র দাবি ছিল, গ্রুপ সি নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত তৃণমূল সাংসদ। সেই দাবি করেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে সব দেখে শুনে বিচারপতি ফেরালেন সেই মামলা।