জেলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি

চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রোজভ্যালি সংস্থার ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক বা Attachment করল তাঁরা। এই ২৫০ কোটি টাকার সম্পত্তির মধ্যে রয়েছে জমি, বাড়ি, গাড়ি সহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি। এগুলি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। সমস্ত নথি ও তথ্যপ্রমাণ হাতে আসার পরই সম্পত্তি ক্রোক করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। এখন থেকে এই সম্পত্তি আর বিক্রি বা হাতবদল করা যাবে না। পরবর্তী ধাপে এগুলি নিলাম করা হবে বলে জানা গিয়েছে। এনিয়ে এখনও পর্যন্ত এই সংস্থার ১ হাজার ১৭১ কোটি টাকার বেশি সম্পত্তি ক্রোক করল ইডি।