লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে বলে বুধবার জানিয়ে দিল আদালত। প্রসঙ্গত আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীরের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, একাধিক দফাতে নয়, এক দফায় হবে পঞ্চায়েতের ভোটগ্রহণ। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই।
উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশন প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চেয়েছিল। কিন্তু বিরোধীরা পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের তরফে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী শনিবার পঞ্চায়েত ভোট হতে চলেছে।