কলকাতা

২৮ জুন পর্যন্ত কোলাঘাটকাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ আদালতের

কোলাঘাটকাণ্ডে আপাতত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এই মামলার পরবর্তী শুনানি ২৮ জুন। বিচারপতি স্পষ্ট বলেন, আদালতের নির্দেশ ছাড়া রাজ্য পুলিশ কোলাঘাট সংক্রান্ত মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না। তদন্তের প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে হবে। উল্লেখ্য, গত ২৪ মে লোকসভা নির্বাচনের আগের সন্ধেয় শুভেন্দুর কোলাঘাটের অফিসে আচমকা তল্লাশি চালায় পুলিশ। তীব্র ক্ষোভ উগরে তিনি জানিয়েছিলেন, পুলিশ কোনও নোটিশ না দিয়েই আচমকা অফিসে হানা দেয়। খবর পেয়ে জনসভা ছেড়ে কোলাঘাটে ছুটে আসেন তিনি। এরপরই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলার শুনানি ছিল আজ। মঙ্গলবার তাঁর বক্তব্যের সাপেক্ষে আদালতে হলফনামা জমা দেন শুভেন্দুর আইনজীবী।