কলকাতা

নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের নির্দেশ, মানিকতলার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাইয়ের থেকে 15 জুলাই সকাল ১১ টায় ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করতে হবে । নমুনা পাঠাতে হবে কলকাতার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে । পরীক্ষার রিপোর্ট সাত দিনের মধ্যে পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে । অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলেও মৃতের ভাই দেহ শনাক্ত করতে পারছেন না । সেই জন্যই ডিএনএ পরীক্ষায় নির্দেশ দিল পাঁচ বিচারপতির বেঞ্চ। আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত জানান, “নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই এবং পরিবার তদন্তে সাহায্য করছেন না । গোপন জবানবন্দির জন্য পাঁচ বার ডেকে পাঠানো হয়েছে । ই-মেল করা হয়েছে । কিন্তু কেউ কোনও উত্তর দেননি ।” এর পাশাপাশি অভিজিৎ সরকারের ভাইয়ের শরীর থেকে যখন নমুনা সংগ্রহ করা হবে, সেই সময় রাজ্য সরকারের প্রতিনিধিও যাতে উপস্থিত থাকতে পারেন, তার অনুমতি চান অ্যাডভোকেট জেনেরাল । কিন্তু পাঁচ বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেয় । ২২ জুলাই মামলাটির পরবর্তী শুনানি ।