কলকাতা

বিজেপি নেতার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ হাইকোর্টের

পূর্ব মেদিনীপুরের ময়নায় নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয় কোন হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে তাও ঠিক করে দিয়েছে আদালত। কলকাতার কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করবে কমান্ড হাসপাতাল। ময়নাতদন্তের সময় রাজ্যের তরফে ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। নিহত বিজেপি নেতার পরিবার চাইলে ময়নাতদন্তের সময় তাঁরাও উপস্থিত থাকতে পারবেন। কমান্ড হাসপাতালের করা ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে বিজয়কৃষ্ণ ভুঁইঞার পরিবারকে। পাশাপাশি রিপোর্ট দিতে হবে ময়না থানাকেও।