বিজেপির নবান্ন অভিযান নিয়ে নতুন করে অকারণে যেন কাউকে গ্রেফতার বা হেনস্তা না করা হয় ৷ মঙ্গলবার রাজ্য সরকারকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । এদিন ভারতীয় জনতা পার্টির তরফে আইনজীবী সুবীর সান্যাল জানান, এখনও অনেককে গ্রেফতার করা হচ্ছে অকারণ । এখন পর্যন্ত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে গোটা রাজ্যজুড়ে । এর পালটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘যাদের গ্রেফতারের কথা বলা হচ্ছে বেশিরভাগ ছেড়ে দেওয়া হয়েছে । কাউকে অকারণ গ্রেফতার করা হয়নি । নাম দেওয়া হোক । কখন গ্রেফতার হয়েছে জানালে রাজ্য খতিয়ে দেখবে ।’’এর পর ভারতীয় জনতা পার্টির তরফে আইনজীবী সুবীর সান্যাল আবার বলেন, ‘‘বউবাজার এলাকায় বেশ কয়েকজনকে সাংঘাতিক ভাবে নির্যাতন করেছে পুলিশ । বহু লোকজনকে অকারণ হেনস্তা করা হয়েছে । থানায় নিয়ে গিয়ে ভয়ংকর নির্যাতন করা হয়েছে । বড়বাজার এলাকা থেকেও গ্রেফতার করা হয়েছে । তারা কোনও আইনভঙ্গ করেছে বলে গ্রেফতার করা হয়নি । র্যালি করা আমাদের আইনসঙ্গত অধিকার ।’’প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘‘অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন নাম-সহ ডিটেল দিলে তিনি দেখবেন ।’’ সুবীর সান্যাল বলেন, ‘‘প্রতিদিন হেনস্তা করা হচ্ছে । পুজার সময় হেনস্তা করা বন্ধ করা হোক ।’’প্রধান বিচারপতি তখন বলেন, ‘‘আপনারা কী চাইছেন ?’’ তখন সুবীর সান্যাল বলেন, ‘‘অবিলম্বে গ্রেফতার করা বন্ধ করা হোক । হেনস্তা বন্ধ হোক ।’’ সেই সময় অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়েছে । কাউকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়নি । আইন আইনের পথে চলবে ।’’প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 31 অক্টোবর ফের মামলাটি শুনবেন । ইতিমধ্যে রাজ্য জানাবে কী কী পদক্ষেপ হয়েছে । পাশাপাশি অকারণ কাউকে যেন গ্রেফতার না করা হয়, সেটা সুনিশ্চিত করতে নির্দেশ রাজ্যকে ।
ফাইল চিত্র।