কলকাতা

ভোট পরবর্তী হিংসা মামলায় ১৩ জন অভিযুক্তের জামিন খারিজ কলকাতা হাইকোর্টে

ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ১৩ জনের জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক আজ এই নির্দেশ দিয়েছেন ৷ দক্ষিণ ২৪ পরগনার একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই ১৩ জন । তাঁরা জামিনের আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ বিচারপতি বলেছেন, সিবিআই এই মামলায় এখনও তদন্ত চালাচ্ছে । এখনই অভিযুক্তদের জামিন দিলে মামলার ক্ষতি হতে পারে । তাছাড়া তাঁরা যে অপরাধ করেননি, এমন প্রমাণ তাঁদের কাছে নেই । প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্ত করছে সিবিআই । একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় । সেই মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে । সিবিআই ওই ১৩ জনকে নানা অভিযোগে গ্রেফতার করলেও নিম্ন আদালতে জামিন পেয়ে যান তাঁরা ।