কলকাতা

আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে এখনই চার্জ গঠন নয়, জানাল হাইকোর্ট

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় নিম্ন আদালতে সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন পিছলো । কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন নিম্ন আদালতে চার্জ গঠন করা হবে না বলে জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ । শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন, আদালত চায় না নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বিলম্ব হোক । তবে পাশাপাশি অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী সুযোগ দিতে হবে । বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আবেদনকারীদের আইনজীবীরা শনিবার ও রবিবার সকাল ১০টায় সিবিআই অফিসে গিয়ে বাকি নথি নেবেন । এরপর আগামী সোমবার নিম্ন আদালতে সেই কথা জানাবেন । আর মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে সেই নথি সম্পর্কে জানাবেন তাঁরা । অন্যান্য অভিযুক্তদেরও এই মামলায় সংযুক্ত করতে হবে বলে জানিয়েছে আদালত । হাইকোর্টে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে ।