২০২২ সালের স্টেট ব্যাঙ্কের বড়বাজার শাখা থেকে সাত কোটি টাকার ওপরে জালিয়াতি মামলায় সিবিআই-এর প্রাথমিক রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কারণ সিবিআইয়ের হাতে তদন্তভার থাকলেও রাজ্যের অনুমতি ছাড়া তারা তদন্ত করতে পারছে না, আর সেই কারণেই তদন্ত আটকে রয়েছে। ফলে বড়বাজার স্টেট ব্যাঙ্কের প্রায় সাত কোটি টাকার জালিয়াতিতে উঠে এল রাজ্যের কনসেন্ট ইস্যু। জানা গেছে, ২০২২ সালে সিবিআই এর কাছে অভিযোগ জানায় ব্যাঙ্ক। এই ঘটনায় যেমন এক ব্যবসায়ী জড়িত রয়েছে সেরকমই ব্যাঙ্কের অফিসাররাও জড়িত রয়েছে বলে অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ঘটনার পর সিবিআইকে তদন্তের জন্য আবেদন করে এসবিআই। সিবিআই তদন্ত শুরু করে। কিন্তু দুই বছর পরে সম্প্রতি সিবিআই জানিয়ে দিয়েছে এমন মামলায় রাজ্যের অনুমোদন ছাড়া তারা তদন্ত করতে পারবে না।