রাজ্য নির্বাচন কমিশন দফতরে রবিবার সকালে, প্রবেশ করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্যব সহ রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম প্রবেশ করেন রাজ্য নির্বাচন কমিশন দফতরে। মূলত, আসন্ন পঞ্চায়েত ভোটে, সেনাবাহিনী নিয়ে বৈঠকে আলোচনা হয়। কোথায় কিভাবে সেনাবাহিনী মোতায়েন করা হবে সেই নিয়েও বৈঠক হয়। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে তাঁদের ফোর্স কোথায় কিভাবে মোতাইন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে রাজ্য নির্বাচন কমিশনের সূত্রের খবর। ঝাড়খণ্ড ও বিহার কিংবা অন্য রাজ্য থেকে যে সশস্ত্র পুলিশ বাহিনী পঞ্চায়েত নির্বাচনে আসছেন সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়। তাদেরকে কোথায় কিভাবে মোতায়েন করা হবে সেই নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য পুলিশকে বুথে কিভাবে কাজে লাগানো হবে তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়। এদিকে রবিবার সকালে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা যখন তার কার্যালয়ে আসেন, সেই সময় সাংবাদিকরা কিভাবে পঞ্চায়েত নির্বাচনে বাহিনী মোতায়েন হবে তা নিয়ে প্রশ্ন করলে তিনি অবশ্য কোন মন্তব্য করেননি। ত্রিস্তরীয় নিরাপত্তায় পুলিশ এবং সেনাবাহিনী কিভাবে কাজ করবেন তাও এই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।রাজ্য নির্বাচন কমিশন দপ্তর(State সূত্রে খবর রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম এর সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার পঞ্চায়েত ভোটে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে আজ।