বিদেশ

Hindu temple in Abu Dhabi : আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

আবু ধাবিতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এটিই আবু ধাবির আমিরশাহির প্রথম হিন্দু মন্দির৷ এই মন্দিরের উদ্বোধনের পরই কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী৷ আবু ধাবির আবু মুরেইখাহতে ২৭ একর জমির উপর তৈরি হয়েছে এই বিএপিএস মন্দির৷ যার পুরো নাম বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির৷ ২০১৯ সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়৷ সংযুক্ত আরব আমিরশাহি সরকারই এই মন্দিরের জন্য জমি দান করেছে৷ দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷ এ দিন আবু ধাবিতেও বিএপিএস মন্দিরের উদ্বোধন করে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷