আদর করে নেট নাগরিকরা নাম দিয়েছেন ‘লালসোনা’। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টম্যাটোসহ বাজারের দামবৃদ্ধি নিয়ে এফালা-ওফালা করেছেন নরেন্দ্র মোদিকে। এই অবস্থায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির এক নেতা ‘নাটুকে’ বিক্ষোভ দেখাতে গিয়ে পড়লেন বিজেপি সরকারের রোষানলে। কিছুদিন আগে বারাণসীর ওই নেতা দলনেতা অখিলেশ যাদবের জন্মদিনে টম্যাটোর আকারে কেক তৈরি করে কেটেছিলেন। আর এবার সবজির দোকানে টমেটোর ‘দেহরক্ষী’ নিয়োগ করে যোগী আদিত্যনাথের পুলিশের বিষনজরে পড়লেন। পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন ধারায় মামলা করে ওই সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাঁর ‘অপরাধ’ তিনি সপা নেতা অজয় ফৌজির নির্দেশে বারাণসীর বাজারে ক্রেতাদের হাতে লুট হয়ে যাওয়ার ভয়ে টমেটোর বাঁচাতে ‘বাউন্সার’ নিয়োগ করেছিলেন। আর সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পবিত্র’ বারাণসীতে এধরনের অধার্মিক কাজের জন্য তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানকার এক টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী বিক্রেতা দোকানের পাহারা দিতে রেখেছেন দু’জন নিরাপত্তারক্ষীকে। ওই দোকানদার জানিয়েছেন, বর্তমানে বাজারে অগ্নিমূল্য টমেটো। ক্রেতারা তা কিনতে এলে দোকানেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তাই যাতে কোনও বাড়তি অশান্তি না হয় সেই কারণে দু’জন নিরাপত্তারক্ষী রাখার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে মহার্ঘ টমেটো চুরির হাত থেকে রেহাইও পাওয়া যাবে বলে মত তাঁর। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের বাজারে বর্তমানে টমেটো বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা প্রতি কেজিতে।