আশঙ্কা সত্যি করে ভারতে ধরা পড়ল Human Metapneumovirus (HMPV) পজিটিভ রোগী৷ বেঙ্গালুরুতে ৮ মাস বয়সি এক শিশুর দেহে এই জীবাণুর সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে৷ কর্নাটক সরকারে স্বাস্থ্য দফতর জানিয়েছে তাদের রাজ্যে HMPV আক্রান্ত শিশুর সন্ধান মিলেছে৷ এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ যদিও কর্নাটকের স্বাস্থ্য দফতরের দাবি, এখনও সরকারি পরিকাঠামোয় ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। শিশুর দেহ থেকে সংগৃহীত নমুনা এনআইভি পুনায় পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে। তারপরই কেন্দ্রীয় সরকারের তরফে HMPV পজিটিভ বলে কনফার্ম করা হবে৷ তবে চিনে যে HMPV জীবাণুর সংক্রমণ ছড়াচ্ছে, সেটা বেঙ্গালুরুর আক্রান্ত শিশুর দেহের ভাইরাস একই কিনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি৷ শহরের ব্যাপ্টিস্ট হাসপাতালে আক্রন্ত শিশুটির চিকিৎসা চলছে৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে শিশুটি মেটা নিউমোভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি তাকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়নি৷