প্রয়াত হলেন দেশের প্রবাদপ্রতীম হকি খেলোয়াড় বলবীর সিং। আজ সকালে চণ্ডীগড়ে মারা গিয়েছেন ৯৫ বছরের এই প্রাক্তন খেলোয়াড়। দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি জ্বর ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আজ সকালে তাঁর মৃত্যু হয়। তিনবার ওলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া এই প্রবাদপ্রতিম হকি তারকার প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ।


