কলকাতা

জোড়াসাঁকোর গুরুদ্বার ঘুরে কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ ও জেপি নাড্ডা

লোকসভা ভোটের আগে, ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতেই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহ ও জেপি নাড্ডার। কর্মসূচি শুরু হয় এদিন বেলা ১১টা থেকে। নিউটাউনের এক পাঁচতারা হোটেল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় রওনা দেয়। প্রথমে তারা জোড়াসাঁকোর একটি গুরুদ্বারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে একটি প্রার্থনা সভা আয়োজন করা হয়। গুরুদ্বারের থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আসেন কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরের প্রবেশের সময় হাত নেড়ে সকলের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন শাহ। সেখানে পুজো দেন তিনি। শাহের বঙ্গ সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে রাখা হয়েছিল কলকাতা শহরকে। লোকসভা ভোটের আগে,  বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেই শহরে এসেছেন বিজেপির দুই মহারথী।