কলকাতা

পুরসভার হলুদ ডাস্টবিনেই ফেলতে হবে হোম কোয়ারেন্টাইনের বর্জ্য, জানালেন ফিরহাদ হাকিম

শহরের হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্ত রোগীর ব্যবহৃত সামগ্রী ফেলতে হবে পুরসভার হলুদ ডাস্টবিনে। এই জন্য় শহরে মজুত করা হয়েছে প্রায় ২০০০ হলুদ ডাস্টবিন। নির্দিষ্ট স্থানে রাখা হলুদ ডাস্টবিনে কেউ রোগীর ব্যবহৃত সামগ্রী ফেলতে অজুহাত খোঁজেন, সে ক্ষেত্রে অন্য ব্য়বস্থা। তখন বেসরকারি সংস্থার গাড়িতে ফেলা বাধ্য়তামূলক এবং সেই খরচও বহন করতে হবে রোগীর পরিবারক। একথাই জানালেন মুখ্য প্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।