কলকাতাঃ আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে পরপর ২টি চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। প্রথম চিঠিতে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি নিয়ে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। জানিয়েছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা হেঁটে রাস্তা দিয়ে কিংবা রেল লাইন ধরে বাড়ি ফিরছেন, তাঁদের আটকাতে হবে। এভাবে রাস্তা দিয়ে বা রেললাইন ধরে হাঁটতে দেওয়া যাবেন। নির্দিষ্ট বাসে বা ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনেই তাঁদের ফিরতে হবে। প্রয়োজনে নিকটবর্তী কোনও নিরাপদ জায়গায় তাঁদের রাখতে হবে। ব্যবস্থা করতে হবে খাবারেরও। পাশাপাশি এই ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালানোর ক্ষেত্রে রেলকে যাতে রাজ্য সহায়তা করে সে বিষয়েও বলা হয়েছে। এছাড়া পরের চিঠিতে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের যাতায়াতের ক্ষেত্রেও কোথাও যাতে সমস্যা না হয় সে বিষয়ে রাজ্যকে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ক্লিনিক কিংবা হাসপাতাল রয়েছে যারা বন্ধ করে রেখেছেন। সেখানে যাতে কাজ স্বাভাবিক থাকে সে বিষয়েও রাজ্য সরকারগুলিকে দেখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।


