কলকাতা জেলা

হাওড়া এবং কলকাতার দেশপ্রিয় পার্কে ভেঙে পড়ল বাড়ি

হাওড়া এবং কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। হাওড়ার সালকিয়ার মতোই এখানেও ধ্বংসস্তূপের নীচে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকল এক ব্যক্তি। অনেক চেষ্টার পর তাঁকে সন্ধের দিকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। একই দিনে এমন দু’টি ঘটনায় ফের একবার পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে উঠে গেল প্রশ্ন। ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। আর এই বৃষ্টির জেরেই ধসে পড়ল তিনতলা বাড়ির একাংশ। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার দেশপ্রিয় পার্ক এলাকায়। দুর্ঘটনায় দোতলার কার্নিশে আটকে পড়েন এক ব্যক্তি। সঙ্গেই সঙ্গেই খবর যায় থানায়। সেখান থেকে দমকলে খবর দেওয়া হলে দুর্ঘটনাস্থলে ছুটে আসে তারা। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বিরামহীন উদ্ধারকার্য চালায় তারা। তবে টানা তিনঘণ্টার চেষ্টায় সন্ধের দিকে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সকরা জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। যদিও তাঁর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। এর আগে এদিন সকালে উত্তর হাওড়ার সালকিয়ায় একইধরনের দুর্ঘটনা ঘটে। বৃষ্টির জেরে ভেঙে পড়ে জরাজীর্ণ একটি বাড়ি। তার নীচেই চাপা পড়ে গিয়েছিলেন অমরনাথ দত্ত নামে এক ব্যক্তি। প্রায় ৪ ঘণ্টা ওই অবস্থাতেই আটকে ছিলেন তিনি। শেষমেষ তাঁকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা হয়।