জেলা

এগরা কাণ্ডের পর তৎপর পুলিশ, বেআইনি বাজি কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ বাজি, গ্রেফতার ১১

 এগরা কাণ্ডের পর তৎপর পুলিশ।  সারা রাত বেআইনি বাজি তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে ৭৮৩ কেজি বেআইনি বাজি ও ৮০ কেজি বাজি তৈরির মশলা উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ। ঘটনায় গ্রেপ্তার ১১ জন। প্রসঙ্গত, চণ্ডীতলার বেগমপুর থেকেই উদ্ধার হয়েছে ৬০০ কেজি বাজি। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলি জেলার চণ্ডীতলা, সিঙ্গুর, ধনিয়াখালি, খানাকুল, হরিপাল সহ একাধিক জায়গায় বেআইনি বাজি তৈরী হয়। সম্প্রতি এগরায় বাজি তৈরি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। যে ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই ঘটনার পরই বেআইনি বাজি তৈরী হয় সমস্ত জায়গায় তল্লাশি শুরু করে হুগলি গ্রামীণ পুলিশ। রাতে বেগমপুরের খরসরাই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল বাজি আটক করে পুলিশ। যার মধ্যে অনেক শব্দ বাজিও রয়েছে। উদ্ধার হয় বিপুল পরিমাণ বাজি তৈরীর মশলা। পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল খোকন নাথ, পার্থ দাস, দীপক নাথ, বিনয় নাথ ও প্রবীর কুমার নাথ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ বলেছেন, নয়টি থানা এলাকায় তল্লাশি চালিয়ে ৭৮৩ কেজি বাজি আটক করা হয়েছে। মোট ৮ টি মামলা রুজু করা হয়েছে। তল্লাশি অভিযানে ১১ জন যারা বাজি তৈরীর সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।