দেশ

৬০৯ থেকে বিশ্বের ২ নম্বর এলেন? মোদির সঙ্গে আদানির ছবি দেখিয়ে সংসদে প্রশ্ন রাহুলের

কোন জাদুতে বিশ্বের ধনী তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন গৌতম আদানি? ২০১৪ সালে শিল্পপতি হিসেবে যাঁর সম্পদের পরিমাণ ছিল ৮০০ কোটি ডলার, মাত্র আট বছরে তিনি মালিক হয়ে গেলেন ১৪ হাজার কোটি ডলারের! নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন আদানি ছিলেন এই তালিকার ৬০৯ নম্বর স্থানে। আর এখন মোদি যখন দু’বারের প্রধানমন্ত্রী, তখন আদানির স্থান বিশ্বে দ্বিতীয়। কীভাবে? জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকেই।  আদানি ইস্যুতে মঙ্গলবার সংসদে সরব হন রাহুল গান্ধি। গত আট বছরে ভারতে আদানি গোষ্ঠীর জাল বিছানো নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির সম্পর্ক কী?’ জানতে চান রাহুল। রাহুলের অভিযোগ, একাধিক ব্যবসায় বিনিয়োগের জন্য আদানি গোষ্ঠীকে অনুমোদন দেওয়া হয়েছে। আদানির জন্য একাধিক নিয়মেও পরিবর্তন এনেছে মোদি সরকার। রাহুলের অভিযোগ, ‘কোটিপতি এই ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্যই বিদেশ নীতি পর্যন্ত সাজিয়েছে মোদি সরকার।’ রাহুল গান্ধি বলেছেন, ‘২০১৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের   তালিকায় আদানি ৬০৯ নম্বরে ছিলেন।  তারপরে শুরু হল যাদু । আদানি বিশ্বের দুই নম্বর ধনী ব্যক্তি হয়ে গেলেন । এই কথা বলার  পরই রাহুল গান্ধি সাংসদে  প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গৌতম আদানির  ছবি দেখান।