ওভারহেড তারে গাছের ডাল পড়ে বিপত্তি। হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। সপ্তাহের শুরুর দিনে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। সেই কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। বড়গাছিয়া স্টেশনে কাছে ঘটনাটি ঘটে। ওভারহেড তারে বিপত্তি ঘটায় আপ লাইনের একটি ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সপ্তাহের শুরুর দিনেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, যে এই ঘটনা জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। হাওড়া- আমতা লাইনে সপ্তাহের শুরুর দিনেই ভিড়ে ঠাসা থাকে প্রত্যেকটি ট্রেন। অফিস ফেরত টাইমে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের।