জেলা

লক্ষ্মীপুজোয় হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন (০২৩৮১) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামিকাল, শনিবার লক্ষ্মীপুজোর দিন এই স্পেশাল ট্রেন সকাল আটটা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ নয়াদিল্লি পৌঁছবে। তারপর বুধবার, এক নভেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে নয়াদিল্লি থেকে রওনা দেবে। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেনটি। সেটি দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে। স্পেশাল এই ট্রেনে রয়েছে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচ। এই ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে বেশি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে কোনওরকম ছাড় কিংবা তৎকাল কোটার সুবিধা থাকছে না। প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) এবং ইন্টারনেটের মাধ্যমে এই স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।