বিনোদন

৩দিনে ৯৩ কোটি টাকার বেশি আয় করল হৃত্বিকের ফাইটার


শুরুটা ভালোই হয়েছে হৃত্বিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবির। মোট তিনদিনে বক্স অফিসে ৯৩.৪০ কোটি টাকা আয় করেছে। যদিও প্রত্যাশা মতো লক্ষ্মীলাভ করতে পারেনি ছবিটি। মাঝে শুক্রবার সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ওইদিন ৪১.২০ কোটি টাকা আয় করে ‘ফাইটার’। বলিউডের বিশেষজ্ঞদের ধারণা আজ, রবিবার কিছুটা ভালো ব্যবসা করবে ছবিটি। যেহেতেু এই মাসে বলিউডে আর কোনও বড় ছবির মুক্তি নেই তাই হৃত্বিকের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে। ছবি হিসাবে সমালোচকদের কাছে ভালোই নাম কুড়িয়েছে ‘ফাইটার’।  সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে হৃত্বিক ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে অনিল কাপুর, দীপিকা পাডুকোন, করণ সিং গ্রুভার ও আকাশ ওবেরয়কে। গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় ছবিটি। প্রথমদিনে এই ছবি আয় করেছিল ২৪.৬০ কোটি টাকা।