কলকাতা

HS Exam 2025 : আগামী বছর ৩ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা!

চলতি বছরের পরীক্ষা শেষ হতে না হতেই আগামী বছরের উচ্চমাধ্যমিক সূচি চলে এল সামনে ৷ আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চ মাসের ৩ তারিখ। যা শেষ হবে ১৮ মার্চ। বৃহস্পতিবার আগামী বছর উচ্চমাধ্যমিকের সময়সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বৃহস্পতিবার শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই এই বছরের পরীক্ষা নিয়ে খুঁটিনাটি আলোচনার পাশাপাশি আগামী বছরের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে । নতুন সিলেবাস নিয়ে এখন ভাবনাচিন্তা চলছে, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । এই বছর পরীক্ষায় মোট 41টি মোবাইল ফোন উদ্ধার করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে এই মোবাইল ফোন নিয়ে আসার আসার শিক্ষাকর্মীদের যোগ রয়েছে বলেই অনুমান শিক্ষা দফতরের। ইতিমধ্যেই ৪টি জেলাকে সনাক্ত করেছে সংসদ। পশ্চিম মেদিনীপুর, মালদা, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বেশ কিছু স্কুলের শিক্ষাকর্মীকে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তাদের শো-কজ করা হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। এই ৪১ জনের মধ্যে ২৫ জন ছাত্রী এবং ১৬ জন ছাত্র আছে ।এই বছর প্রায় 350টি মেটাল ডিটেক্টর এবং আর এফডি মেশিন ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বছর থেকে উপলব্ধি করে আগামী বছর এই মেশিনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেই জানিয়েছে সংসদ। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৯০ হাজার ২২১ এর কিছু বেশি। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৮২৭। বিশেষ চাহিদা সম্পূর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭ জন ।