দেশ

Farmers Protest : ফের কৃষক আন্দোলন ঘিরে ধুন্ধুমার, দেশের অন্নদাতারাদের উপর পুলিশের লাঠিচার্জ, ছুড়ল কাঁদানে গ্যাস

ফের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে উত্তাল কৃষক আন্দোলন শুরু হল দিল্লি সীমানায়৷ মঙ্গলবার সরকারের প্রতিশ্রুতি মতো এমএসপি না পাওয়ার ক্ষোভ নিয়ে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন কৃষকরা৷ আর সেই আন্দোলনই মারাত্মক রূপ নিল দেশের রাজধানীর সীমানায়৷ অবরুদ্ধ করে দেওয়া হল দিল্লি প্রবেশে রাস্তা৷ আগামী ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হল দিল্লি সীমানায়৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা৷ এদিন বেশি অশান্ত হয়ে পড়ে পঞ্জাব-হরিয়ানা সীমানার শম্ভু সীমান্ত এলাকা৷ সেখানে দিল্লি চলো মিছিল আটকাতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী৷ মিছিলের মধ্যে থেকেই প্রতিবাদী কৃষকদের একাংশকে গ্রেফতার করে পুলিশ৷ আম্বালার কাছে মিছিল আটকে দেওয়া হয়৷ তাঁদের দাবি খতিয়ে দেখা তো দূরের কথা, উলটে বিক্ষোভ দমন করতে কার্যত ‘আয়রন হ্যান্ড’ পলিসি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মিছিল আটকানো হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, এমনকী ড্রোন থেকে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস।