কলকাতা

সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্ত চাইলেন শুভেন্দু অধিকারি

সাংবাদিক বৈঠক থেকে সন্দেশখালির ঘটনা নিয়ে সিবিআই তদন্ত চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিলেন বললেন ফলতারও একই অবস্থা হবে৷ অর্থাৎ সন্দেশখালির মতো ফলতাতেও গোলমাল হতে পারে বলে আগে থেকেই বার্তা দিয়ে রাখলেন তিনি৷ পাশাপাশি চোপড়া নিয়ে তাঁর বক্তব্য, বিএসএফ এই ঘটনার কিছু জানে না, তৃতীয় পক্ষকে দিয়ে কাজ করানো হচ্ছিল৷ শুভেন্দু এ দিন সাংবাদিকদের বলেন, ‘(সন্দেশখালির তদন্ত) সিবিআইকে দেওয়া হোক। যাঁরা সাক্ষী তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। নিরপেক্ষ সংস্থা দিয়ে সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। বাসন্তীর গুন্ডারা ওখানে অস্ত্র পাঠাচ্ছে।’ তিনি কী সন্দেশখালি যাবেন? শুভেন্দু বললেন, ‘১৫ তারিখ সন্দেশখালি যাওয়ার বিষয়ে কোর্ট যা বলবে তাই করব।’ তিনি এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘এক‌ই জিনিস চলছে ফলতায়।‌ জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনার অবস্থা শাহাজাহানের থেকেও খারাপ হবে।’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু এদিন বলেন, ‘আপনি ডবল ডবল চাকরির কথা বলেন। ডবল ডবল চাকরি কে পেয়েছে ? হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়, আর ডি মীনা, মনোজ মালব্য ডবল ডবল চাকরি পেয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী আরও একটা চাকরি পাবেন। হিডকোর চাকরি। ববি হাকিমের চাকরি গেল বলে।’ যদিও চোপড়ায় মাটি চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে বিএসএফ-এর কোনও দোষ দেখছেন না শুভেন্দু৷ তিনি বলছেন, ‘‌চোপড়ার ঘটনা মর্মান্তিক।