জেলা

অশান্তির জেরে স্ত্রীকে গুলি, আগ্নেয়াস্ত্র সহ আটক অভিযুক্ত স্বামী

পারিবারিক অশান্তির জের ৷ স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী কালা মালি । ঘটনায় চাঞ্চল্য হুগলির ব্যান্ডেলে ৷ আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে আটক করলেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির কর্মীরা ৷ জানা গিয়েছে, ব্যান্ডেল মানসপুরের একটি বাড়িতে ছেলে ও মেয়ে নিয়ে ভাড়া থাকত মালি পরিবার । পেশায় অটো চালক স্বামী কিষান । স্ত্রীর গলার হারে গুলি লেগে বেরিয়ে যায় । অল্পের জন্য রক্ষায় পান মহিলা । তবে একজন অটো চালকের কাছে কীভাবে বন্দুক এল, তা খতিয়ে দেখছে পুলিশ । চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে ৷ অভিযুক্ত কোথা থেকে অস্ত্র পেলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ ব্যান্ডেলের বাড়িতে অশান্তি শুরু হয় দম্পতির । কিষান মদ্যপ অবস্থায় এসে ঝামেলা করেন নিত্যদিন ৷ এদিন রাগের মাথায় বন্দুক বার করে স্ত্রী কালা মালীকে গুলি করেন । পরে ভয় পেয়ে পালিয়ে যান । রাত 8টা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে । স্থানীয়রা ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করা হয় ৷ এরপর আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে আটক করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, কালা মালির প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন । তাদের একটি মেয়েও আছে । আট বছর আগে কিষান মালির সঙ্গে প্রেম করে ব্যান্ডেলে বাপের কাছে বাড়ি ভাড়া করে থাকেন মহিলা । কিন্তু, কয়েক বছর ধরে পারিবারিক অশান্তি শুরু হয় । কাজে যেতেন না স্বামী । ছেলে-মেয়ে নিয়ে কোনও মতে সংসার চালাচ্ছিলেন মহিলা । আক্রান্ত মহিলা বলেন, “চার বছর ধরে তাঁরা মানসপুরে একটি বাড়িতে ভাড়া থাকেন । স্বামী কাজে যাচ্ছিলেন না । মদ খেয়ে প্রায়ই ঝামেলা করতেন। মাঝে মধ্যেই বলতেন গুলি করে দেবেন আমাকে । মঙ্গলবার সন্ধ্যার সময় ছেলের সঙ্গে বসেছিলাম । বাড়ি এসে ঝামেলা করছিলেন । আমি চেঁচামেচি করতেই বন্দুক বের করে বুকে গুলি চালান । আমার গলায় সিটি গোল্ডের চেন ছিল তাতে লেগে গুলি বেরিয়ে যায় । ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি । আগে কোনও দিন বন্দুক দেখিনি । হঠাৎ, কোথা থেকে বন্দুক পেল জানি না ।”