জেলা

ঝগড়ার মধ্যেই স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারলেন স্বামী

কোনও দুষ্কৃতী নয়, নিজের স্ত্রীকেই অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী! চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ডেবরার হামিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির মধ্য়ে প্রায়শই অশান্তি হত। শুক্রবারও দু’ জনের মধ্য়ে বচসা শুরু হয়। তখনই আচমকা স্ত্রীকে অ্য়াসিড ছুড়ে মারেন অভিযুক্ত। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য়দিকে অভিযুক্ত স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে মেদিনীপুর আদালতে পাঠানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।