খেলা

৬ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

৬ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে জেতা সহজ বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ফিল্ডার ও বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে বলে মনে করেছিলেন হায়দরাবাদ অধিনায়ক। ক্যারিবিয়ান ফাস্ট বোলার জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ের শিকার হন আরসিবি-র জার্সিতে টুর্নামেন্টে প্রথমবার ওপেন করতে নামা অধিনায়ক বিরাট কোহলি। ৭ বলে ৬ রান করে আউট হন ভিকে। দ্বিতীয় ওপেনার ইনফর্ম দেবদত্ত পড়িক্কলকে মাত্র ১ রানে ফিরিয়ে দেন হোল্ডার। দুর্দান্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম অ্যারন ফিঞ্চকে (৩২ রান) সাজঘরের রাস্তা দেখান। কোনও রান না করেই ফ্রি-হিট বলে রান আউট হন মইন আলি। ১৩ বলে ৮ রান করে আউট হন শিবম দুবে। গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আবারও দুর্দান্ত ব্যাটিং করলেন এবি ডিভিলিয়ার্স। ৪৩ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে বিপদ থেকে বের করে আনতে পারলেন না প্রোটিয়া লেজেন্ড। ৬ বলে ৫ রান করেন ওয়াশিংটন সুন্দর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে রান দিয়ে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। ২ উইকেট নেন টি নটরাজন। একটি উইকেট নেন শাহবাজ নাদিম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে সক্ষম হয় আরসিবি। জবাবে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটাও ভাল হয়নি। শূন্য রানে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহার পরিবর্তে খেলতে নামা শ্রীবৎস গোস্বামী। ১৭ বলে ১৭ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ২১ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন ইন ফর্ম মনীশ পান্ডে। ৭ রানের বেশি হায়দরাবাদের টোটালে যোগ করতে পারেননি তরুণ প্রিয়ম গর্গ। হায়দরাবাদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা কেন উইলিয়ামসন ৪৪ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষবেলার ২০ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেসন হোল্ডার।