দেশ

ভূস্বর্গে এনকাউন্টারে নিরীহ ২ ব্যবসায়ীর মৃত্যু! দেহ ফেরাতে অবস্থান বিক্ষোভ

হায়দরপোরা এনকাউন্টার নিয়ে উত্তেজনার পারদ কমার কোনও লক্ষণ নেই জম্মু ও কাশ্মীরে ৷  নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই অভিযানে চারজন মারা গিয়েছে। তাদের মধ্যে দু’জন জঙ্গি। বাকি দু’জন কাশ্মীরের ব্যবসায়ী। এনকাউন্টারে মৃত দুই সাধারণ নাগরিকের দেহ ফেরানোর দাবিতে তীব্র বিক্ষোভ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ এই দাবিতেই ভূস্বর্গের রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ ৷ পাশাপাশি মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দলও ৷ এই নিয়ে লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজ ৷ দলের কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে আজ শ্রীনগরের সোনওয়ার এলাকার গুল চাকরিতে ধর্নায় অংশ নেন ওমর আবদুল্লা ৷ তিনি বলেন, “আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছি ৷ আমরা চাইলে রাস্তা, সেতু অবরোধ করতে পারতাম ৷ কিন্তু তা করিনি ৷ কোনও স্লোগানও দেওয়া হচ্ছে না ৷ আইনশৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না ৷ কোনও পথ আটকানো হয়নি ৷ আমরা শুধু সরকারের বিরুদ্ধে সরব হয়েছি ৷ দেহগুলি আমরা ফেরত চাই ৷” জম্মু ও কাশ্মীর পুলিশ যেখানে দাবি করছে যে দু‘পক্ষের গুলি বিনিময়ের সময় সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, তাহলে কেন তাঁদের দেহ পরিবারের হাতে তুলে না-দিয়ে হান্দওয়ারায় কবর দিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর আবদুল্লাহ ৷ তাঁর কথায়, “আমরা আজ সকালে শুনলাম, পরিববারগুলিকে পিসিআর-এ ডাকা হয়েছে ৷ আমরা আশা করেছিলাম যে, ফারুক আবদুল্লাহ এলজি-র সঙ্গে কথা বলার পর এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়েছে ৷ তাই আমরা অপেক্ষা করছিলাম ৷ কিছু একটা হবে এই আশা করে আমরা বেলা 11টা পর্যন্ত আমার দফতরে বসে অপেক্ষা করছিলাম ৷ কিন্তু পরিবারগুলিকে 2-3 দিন অপেক্ষা করতে বলা হল ৷” পরিবারগুলির প্রতি ন্যায়বিচার করা হবে – এই আশ্বাস দিতে হবে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে ৷ এটাই দাবি এনসি নেতার ৷ হায়দরপোরা এনকাউন্টারে মৃত সাধারণ নাগরিকদের দেহ ফেরানোর দাবিতে সাজাদ লোনের নেতৃত্বে মিছিল করে পিপলস কনফারেন্সও ৷ এই ঘটনার হাইকোর্টের বিচারপতিদের দ্বারা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে তারা ৷ একই দাবিতে এমএ রোডের বিক্ষোভ মিছিলে সামিল হন দলের শীর্ষ নেতা আবদুল গনি উকিলও ৷