কলকাতা

‘আমি ইস্তফা দিইনি, বিষয়টা সত্যি নয়, প্রার্থী তালিকায় একটু শকড হয়েছি’, পদত্যাগ বিতর্কে সায়ন্তিকা

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে  শাসক দল আস্থা রেখেছে তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তীর উপর। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা আসনেও সুজাতা খাঁ’কে প্রার্থী করা হয়েছে। এরপরই আচমকা রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিকিট না পাওয়ার কারণেই দলের অন্যন্য পদ থেকে ইস্তফা দেন সায়ন্তিকা, এমনটাই খবর। তবে সায়ন্তিকার বলেন,  ‘আমি ইস্তফা দিইনি। বিষয়টা সত্যি নয়। আমার কিছু বলার থাকলে দলকেই বলব। রবিবারের পর খারাপ লেগেছে। আমি একটা গোল নিয়েই কাজ করছিলাম। রাজনীতির বাইরের মানুষ আমি। চেষ্টা করেছিলাম। একটু শকড হয়েছি। আগে জানা থাকলে নিজেকে সেভবে তৈরি করাতম। অনেকেই তখন বলেছিল কি দরকার আর বাঁকুড়াতে কাজ করার। কিন্তু আমি কাজ করেছি। আমি চেষ্টা করছিলাম। আমি ৩বছর সময় দিয়েছি। এটা তো অপ্রত্যাশিত। আশা তো থাকেই। হল না। অভিমান তো হবেই। রাগ হবেই। হয়তো ভালো কিছু ভাববে।’