দেশ

রাজনীতি থেকে সরে দাঁড়াব, কিন্তু বিজেপির সঙ্গে আঁতাত নয়ঃ মায়াবতী

‘‌রাজনীতি থেকে সরে দাঁড়াব, কিন্তু বিজেপির সঙ্গে আঁতাত নয়’‌, নিজের অবস্থান স্পষ্ট করলেন বহুজন সমাজ পার্টির সভাপতি মায়াবতী। সম্প্রতি মায়াবতী বলেছিলেন, উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীকে হারাতে বিজেপি সহ অন্য যেকোনও দলের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত তিনি। তারপরই বিজেপির সঙ্গে মায়াবতীর গোপন আঁতাতের তত্ত্ব খাড়া করতে শুরু করেছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সেই তত্ত্বকে খারিজ করে এদিন মায়াবতী বলেন, ‘‌’‌আগামী কোনও নির্বাচনেই বিএসপি-র সঙ্গে বিজেপির জোট সম্ভব নয়। কোনও সাম্প্রদায়িক দলের সঙ্গে আঁতাতে যাবে না বহুজন সমাজ পার্টি। ‘‌সর্বজন সর্ব ধর্ম হিতে’‌ মতাদর্শে আমরা বিশ্বাস করি। যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিরোধী। সাম্প্রদায়িক, বর্ণবাদী এবং পুঁজিবাদী মতাদর্শে যারা বিশ্বাস করে, তাদের সঙ্গে জোট বাঁধবে না বিএসপি।’‌’‌ সপা প্রার্থীকে হারাতে বিজেপি প্রার্থীকেও ভোট, এই প্রসঙ্গে মায়াবতী বলেন, ‘‌আমি নিজের অবস্থান থেকে সরছি না। আমার মন্তব্যের অর্থ বদলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। তারা চাইছে, যাতে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বহুজন সমাজবাদী পার্টির দূরত্ব বাড়ে।’‌