পার্থ’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তৃণমূল ব্যবস্থা নেবে বলে জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর শনিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রাখে’। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘নোটবন্দির পর কী ভাবে এত কালো টাকা বেআইনি টাকাএলো’? শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ বিচার ব্যবস্থার ওপর তৃণমূল কংগ্রেসের পূর্ণ আস্থা রয়েছে বলে এদিন জানান কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যও।