দেশ

‘আমি ক্ষমতায় এলে বিহারে এক ঘণ্টার মধ্যে উঠবে মদে নিষেধাজ্ঞা’, বড়সড় ঘোষণা প্রশান্ত কিশোরের

ভোটকুশলীর দায়িত্ব ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। আর নেমেই বিহারের জন্য বড়সড় ঘোষণা করলেন তিনি। তাঁর গড়া রাজনৈতিক দল ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সদ্যই প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ পার্টি। বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দলের প্রার্থীরা। ক্ষমতায় আসলে কী কী পরিবর্তন করতে ইচ্ছুক তা জানতে চাওয়া হয় প্রশান্ত কিশোরের কাছে। জবাবে তিনি বলেন, ‘সরকার গঠণের এক ঘণ্টার মধ্যে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।’ পিকের মতে, ‘মদ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নীতীশ কুমারের একটি প্রতারণা। এটি অকার্যকর প্রমাণিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বেআইনি মদের কারবার ফুলে ফেঁপে উঠেছে। একইসঙ্গে রাজ্যকে ২০ হাজার কোটি টাকার সম্ভাব্য আবগারি শুল্ক রাজস্ব থেকেও বঞ্চিত করেছে।’ রাজনীতিবিদ এবং আমলারা বেআইনি মদের ব্যবসা থেকে লাভবান হচ্ছেন বলেও বিস্ফরোক দাবি করেন। প্রায় প্রতিটি জনসভায় গিয়ে পিকে বলছেন, ক্ষমতায় এলেই তাঁর দল জন সূরজ বিহারে ফের মদ বিক্রি চালু করবে। পিকের কথায়, তিনি যোগ্যতার রাজনীতিতে বিশ্বাস করেন। তাই মদে নিষেধাজ্ঞার বিরোধিতা করতে তাঁর ভয়ের কিছু নেই। মদে নিষেধাজ্ঞা জারির নামে নীতীশের দল গান্ধীজিকে নিয়ে অপপ্রচার চালিয়েছে বলেও এর আগে বহুবার অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর। তাঁর বক্তব্য, ‘নীতীশ কুমার এবং তাঁর অনুগামীরা বলেন, গান্ধীজি নাকি মদ নিষিদ্ধ করার কথা বলতেন। যদি কেউ দেখাতে পারেন গান্ধীজি বলেছেন সরকার আইন করে মদ নিষিদ্ধ করুক, আমি নীতীশ কুমারের পা ধরে ক্ষমা চাইব।’ প্রশান্ত কিশোরের দাবি, পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাঁর দল জন সুরজের সদস্য। তাঁর ঘোষণা, বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের সবকটিতেই লড়বে তাঁর দল।