কলকাতা

দুর্নীতি শিকার হলেই এবার সরাসরি জানানো যাবে দিলীপ ঘোষকে

রাজ্যের মানুষ দুর্নীতির শিকার হলেই সেই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। আজ এমনই একটি হেল্পলাইন নম্বর চালু করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  হেল্পলাইন নম্বরটি হলো ৭০৪৪০৭০৪৪০ । এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজিপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে বদ্ধপরিকর বিজেপি। সেই অভিযানের ভিত শক্ত করতে চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর। যাতে মানুষ কোথাও দুর্নীতির শিকার হলে আমাদের হেল্পলাইন নম্বরে(৭০৪৪০৭০৪৪০) ফোন করে অভিযোগ জানাতে পারেন। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী।”