দেশ

‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা থেকে মুক্তি’, আজব নিদান বিজেপি সাংসদের

করোনা-মুক্তির নয়া ‘উপায়’ বাতলে দিলেন আরও এক বিজেপি সাংসদ। এবার কাদায় বসে শাঁখ বাজানোর পরামর্শ রাজস্থানের এক বিজেপি সাংসদের। তাঁর দাবি, ‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা থেকে মুক্তি’। ইতিমধ্যেই রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া-র একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে সাংসদকেও কাদায় বসে শাঁখ বাজাতে দেখা যাচ্ছে। ভিডিও-তে বিজেপি সাংসদের দাবি, ‘কিডনি ও ফুসফুসের কার্যকারিতা সঠিক রাখতে শঙ্খ বাজাতে হবে। করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। কাদায় বসে শঙ্খ বাজাতে হবে। সাইকেল চালাতে হবে। তাহলেই করোনা দূর হবে।’ সাংসদের এমন-কাণ্ডে হাসির ফোয়ারা নেট-দুনিয়ায়। দেশে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকেই একের পর এক হাস্যকর নিদান দিয়ে চলেছেন গেরুয়া শিবিরের একাধিক নেতা-মন্ত্রীরা।