বিজেপিকে ছাড়া অন্য কাউকে ভোট দিলে, আধার কার্ড ফের বাতিল হয়ে যাবে। লোকসভা নির্বাচনের মুখে সরাসরি এই ‘হুমকি’ দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সম্প্রতি তাঁর একটি ভিডিওবার্তা (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তাঁকে এই হুমকি দিতে শোনা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হওয়া ওই ভিডিও বার্তায় অসীমবাবুকে বলতে শোনা গিয়েছে, ‘আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না। অত্যন্ত দয়াবশত রাজ্য বিজেপি নেতৃত্বের অনুরোধে বাতিল হওয়া আধার কার্ড চালু করে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেও দিল্লিতে দরবার করেছেন এই নিয়ে। আপনারা আধার কার্ড ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন। এই প্রাণ যদি ফিরিয়ে না দিত, আপনাদের কিচ্ছু করার ছিল না।’ বিজেপি বিধায়কের নিদান-‘আন্দোলনে নামবেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন। আপনি তো বিদেশি! আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও, এখানে থাকতে পারেন না। আপনি হয়তো বলবেন, আমাদের কথা না ভেবে দেশভাগ কে করেছিল? আমরা কোথায় যাব? আপনারা কোথায় যাবেন, ভারতবর্ষ কী জানে? ভারতবর্ষ হরি ঘোষের গোয়াল নাকি!’