জেলা

 চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চলল গুলি, আহত ১

ফের প্রকাশ্যে চলল গুলি। এবার একেবারে গুলি চলল হুগলির চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে এমার্জেন্সি গেটের সামনে চলল গুলি। এক দুষ্কৃতীকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে আসা হয়েছিল চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। পুলিশ প্রিজন ভ্যান থেকে ওই দুষ্কৃতীকে নামিয়ে হাসপাতালে ঢুকতেই গুলি চলে হাসপাতাল চত্বরে। ওই দুষ্কৃতীর পেটে গুলি লাগে। শনিবার দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের রোগী থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে। জানা গেছে, ইমামবাড়া হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে আসা ওই দুষ্কৃতীর নাম টোটন বিশ্বাস। আদালতে নিয়ে যাওয়ার আগে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করাতে নিয়ে আসা হয়েছিল। সেই সময় টোটন বিশ্বাসকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালায়। টোটন বিশ্বাসের পেটে একটি গুলি লাগে। ঘটনার পরেই গোটা হাসপাতাল চত্বর ঘিরে ফেলে পুলিশ।