কলকাতা

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস!

বাংলা ছেড়ে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে আগেই পৌঁছেছিল। এবার সেখানে গিয়ে তা শক্তিও হারিয়েছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা দিঘার পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমী অক্ষরেখার জন্য রবিবার থেকে মৌসুমী বায়ু আরও কিছুটা সক্রিয় হবে ৷ তবে আপাতত বৃষ্টির পরিমাণ একই থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ আলাদাই থাকতে চলেছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আজ শনিবার থেকে রাজ্যে বৃষ্টির প্রভাব কমবে। তবে আকাশ মূলত মেঘলাই থাকবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গে রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা। তার আগে দক্ষিণবঙ্গে শনিবার মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাসও বইবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ৷ বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সবমিলিয়ে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তার পরিমাণ সামান্য কমবে। কয়েকটি জেলার কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির ফলে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে।