বিজ্ঞান-প্রযুক্তি

ডিপফেক ভিডিও নিয়ে সোশাল মিডিয়াগুলিকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

সোশাল মিডিয়ায় ঘুরছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিপফেক ভিডিও। রশ্মিকা মন্দনা, কাজলদের মতো প্রথম সারির অভিনেত্রীরাও এর শিকার। স্বাভাবিকভাবেই এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। এবার সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিকে এ নিয়ে কড়া দাওয়াই দিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার জানিয়ে দিয়েছেন, সোশাল মিডিয়া প্লাটফর্মগুলির সঙ্গে দ্রুত বৈঠকে বসবে কেন্দ্র। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সোশাল মিডিয়া প্লাটফর্মগুলি যদি ডিপফেক ভিডিও নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের যে বাড়তি নিরাপত্তা বা সেফ হারবার ইমিউনিটি দেওয়া হয়, সেই ‘ইমিউনিটি’ প্রত্যাহার করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সোশাল মিডিয়া সাইটগুলোকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। তারা বিভিন্ন পদক্ষেপও করা শুরু করেছে। তাঁর বক্তব্য, “ওরা পদক্ষেপ করছেও। কিন্তু আমাদের মনে হয়, সেই পদক্ষেপগুলো সবক্ষেত্রে যথেষ্ট নয়। হয়তো আগামী দু তিন দিনের মধ্যেই সব সোশাল মিডিয়া প্লাটফর্মের সঙ্গে আমরা বৈঠক করব। এটা নিয়ে আলোচনা করব। এবং নিশ্চিত করব, যে এই ডিপফেক রুখতে তাঁরা পদক্ষেপ করবে।” এর পরই তাঁর সতর্কবার্তা, “যারা উপযুক্ত পদক্ষেপ করবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।”