মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে ইমরান খান
Posted onAuthorবঙ্গনিউজComments Off on মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে ইমরান খান
সম্প্রতি লাহোর এবং মিয়ানওয়ালি কেন্দ্র থেকে ইমরান খানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার লাহোর হাইকোর্টে আবেদন করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ শনিবার আবেদনের শুনানি ৷