দেশ

নগদ প্রবাহের পাশাপাশি চাই ‘বাফার’, ব্যাংকগুলিকে পরামর্শ আরবিআইয়ের গভার্নরের

নয়াদিল্লিঃ আজ সপ্তম এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিকস কলক্লেভ উপলক্ষে এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন শক্তিকান্ত দাস। সেখানে অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। সেখানেই দেশের ব্যাংকগুলিকে মন্দা থেকে বাঁচতে ও দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেতে মূলধন সংগ্রহ করার মাধ্যমে বাফার তৈরির কথা বলেন শক্তিকান্ত দাস। এদিন আরবিআই গভার্নর বলেন, ‘আরবিআইয়ের শীর্ষস্থানীয় অগ্রাধিকার হল বৃদ্ধি। আর্থিক স্থিতিশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে আর্থিক ব্যবস্থাকে রক্ষা করতে এবং বর্তমান সংকটে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আরবিআই। লকডাউন উঠতেই আমার স্বাভাবিক হচ্ছে দেশের অর্থনীতি। ক্রেডিট প্রবাহ চালু রাখতে মূলধন সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ।’