দেশ

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস মৌসম ভবনের, জারি সর্তকতা

ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে মঙ্গলবার লাহোল-স্পিটিতে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। আর সেখান থেকে হড়পা বান নেমে আসে। এই ঘটনা তে সেখানে এক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার থেকেই হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো সে রাজ্যের একাধিক এলাকাতে প্রবল ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়াবিদ সুরেন্দার পাল জানিয়েছেন, কিন্নর, লাহোল-স্পিটি, ছাম্পা সহ একাধিক এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। নিচু এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। অন্যদিকে, লাহোল-স্পিটিতে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনাতে বিপর্যস্ত গোটা এলাকা। যদিও উদ্ধার কাজ চলছে। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে প্রবল বৃষ্টি এবং প্রল জলের তোড় থাকাতে উদ্ধারকাজ করা যায়নি। তবে আজ বুধবার সকাল থেকে উদ্ধারকাজ ফের নতুন করে শুরু হয়েছে। নিম্নচাপ আরও শক্তিশালী! কলকাতা ছেড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বড় আঘাত, একনজরে পূর্বাভাস বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, লাহোল এবং স্পিটিতে লাগাতার বৃষ্টিতে একাধিক জায়গাতে ধস নেমেছে। ফলে একাধিক রাস্তা আটকে রয়েছে। ধস নামার ফলে একাধিক রাস্তাতে ৬০টিরও বেশি গাড়ি আটকে রয়েছে। অন্যদিকে লাগাতার ভারী বৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে ভাঙা নদীতে। ফলে যুদ্ধকালীন তৎপরতায় লাহোল-স্পিটির দরচা গ্রাম খালি করা হচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, নতুন করে জল বাড়ার কারণে একাধিক দোকান ভেঙে গিয়েছে। সেগুলি একেবারে নদী তীরবর্তী এলাকাতে ছিল। অন্যদিকে। লাল সতর্কতা জারি হওয়ার পর থেকে প্রশাসনের তরফেও সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।