আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মহালয়া। ভোরে গঙ্গার ঘাটে ঘাটে হবে তর্পণ। সামাজিক দূরত্ববিধি মেনেই যাতে তর্পণে শামিল হন সাধারণ মানুষ, তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। তার আগে ঘাটগুলিকে পরিষ্কার করে দেওয়ার কাজ করছে কলকাতা পুরসভা। প্রতি বছরের মতো এবছরও আগেভাগে ঘাটগুলি পরিষ্কার করে দেওয়া হবে বলেই জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা ধর্মীয় অনুষ্ঠান। স্বাভাবিক নিয়মেই হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে কীভাবে কী করা যায়, সেটা পুলিস প্রশাসন দেখবে। অন্যান্য বছরের মতো এ বছরও প্রতিটি ঘাটে মাইকিং চলবে। ভোর থেকেই শুরু হবে ঘোষণা। ঘাটে নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিসও। ওই দিন সামাজিক দূরত্ববিধি মেনেই যাতে পিতৃতর্পণে সামিল হন আমজনতা, তা নিশ্চিত করতে গঙ্গার ঘাটে কেটে দেওয়া হবে দাগ এছাড়াও প্রতিটি ঘাটে একটি করে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই শিবির থেকে বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হবে। ফি বছরই গঙ্গার ঘাটগুলিতে তর্পণ উপলক্ষে প্রচুর মানুষ জমা হয়। সবচেয়ে বেশি ভিড় থাকে যে যে ঘাটে, সেখানে বাড়তি লোক মোতায়েন রেখে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার পরিকল্পনা করেছে পুরসভা। তাই বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাটের মতো ঘাটগুলিতে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ পুলিস মোতায়েনের কথাও পুরসভার তরফে লালবাজারকে জানানো হয়েছে। তবে এই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে অবশ্য অতিরিক্ত কড়াকড়ি চাইছে না পুরসভা। যতটা সম্ভব অনুরোধের মাধ্যমে নিয়মবিধি মেনে সুষ্ঠুভাবে গোটা প্রক্রিয়া চালানোই ইচ্ছা প্রশাসনের।