গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ১৬২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন। মোট মৃত ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন করোনা রোগী। এপর্যন্ত দেশে মোট ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জনের করোনার টিকাকরণ হয়েছে।