ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকদের। এবার দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশের অরাইয়া। লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে শনিবার ভোর তিনটে নাগাদ দু’টি লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। জানা গিয়েছে, লরিতে করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়া ওই শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজস্থান ও দিল্লি থেক থেকে তাঁরা নিজেদের বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিত্সা চলছে। দুর্ঘটনা নিয়ে অরাইয়ার জেলাশাসক অভিষেক সিং বলেছেন, ‘আজ ভোর তিনটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ২৪ জনের মৃত্যুর পাশাপাশি ১৫-২০ জন আহত হয়েছেন। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।’