ফের সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা। বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন)-র অফিসে আয়কর দপ্তরের হানা।মঙ্গলবার ৬০-৭০ আয়কর আধিকারিক দিল্লিতে বিবিসির দফতরে পৌঁছয়। পাশাপাশি মুম্বইয়েও একটি টিম বিবিসির দফতরে পৌঁছে যায়। সূত্রের খবর, দু’টি অফিসের কর্মীদের ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি চলে। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এমনিতেই গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্র নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তারমধ্যেই আয়কর দপ্তরের এই অভিযান নিয়ে নতুন করে বিতর্ক ছড়াল। প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে। ভারতে এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশ নিয়েও সুপ্রিম কোর্টে মামলা চলছে। উচ্চ আদালত কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে। এই বিতর্কের মাঝেই বিবিসির দু’টি অফিসে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, মোদি জমানায় কোনও সংবাদ মাধ্যমকে পরিকল্পিতভাবে হেনস্তা করার ঘটনা এই প্রথম নয়। একাধিক সংবাদ মাধ্যমকে পরিকল্পিতভাবে চুপ করানোর চেষ্টা চালানো হয়েছে এভাবেই।
জানা গিয়েছে, বিবিসির অফিসে হানা দিয়েই কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নেয় আয়কর দফতরের টিম। তাপরই তাঁদের বাড়ি চলে যেতে বলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। যতক্ষণ না হানা শেষ হচ্ছে, ততক্ষণ কেউ যেন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য না রাখেন, এই নির্দেশও দেওয়া হয়েছিল।